• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আরামবাগেই জামায়াতে ইসলামীর সমাবেশ

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ১৫:০২
নিজস্ব প্রতিবেদক

শাপলা চত্বর ছেড়ে আরামবাগেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আরামবাগের মঞ্চ থেকে মাইকে এই ঘোষণা দেন দলটির নেতারা। এরপর সড়কেই বসে পড়েন নেতাকর্মীরা। মাইকে সড়কে শৃঙ্খল থাকতে বলা হয় তাদের।

নেতাকর্মীদের শান্ত থাকতেও বলছে। এ অবস্থায় সমাবেশ ঘিরে মতিঝিলের শাপলা চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে সকালে কিছুটা ভিন্ন মেজাজে থাকলেও দুপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পুলিশের সঙ্গে শৃঙ্খলা সমঝোতা করে। পুলিশ অনুমতি না দিলেও মতিঝিলের আশপাশসহ আরামবাগের সড়কে ‍অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

পুলিশের কাছ থেকে অনুমতি না মিললেও দুপুরে সমাবেশের ঘোষণা রয়েছে জামায়াত ইসলামীর।

জামায়াতের অন্তত ১৫ জন নেতাকর্মী জানান, বেলা ২টার পর তাদের সমাবেশের ঘোষণা রয়েছে। এজন্য তারা সমবেত হচ্ছেন আরামবাগে।

পুলিশ বলছে, মিছিল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

কিছু নেতাকর্মী সড়কে অবস্থান নিয়েছে। তবে তারা বিএনপি কর্মী না জামায়াতের কর্মী- তা শনাক্ত করা কঠিন।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার দাস বলেন, জামায়াতের সমাবেশ করার অনুমতি নেই।

সরেজমিনে দেখা গেছে, শাপলা চত্বরের প্রবেশপথের সড়কগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড। বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

জামায়াতে ইসলামী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close