• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকার শান্তি সমাবেশ 

এবারও আলোচনায় আফসার খানের মিছিল

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ১৮:১২ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২১:১২
নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত আজকের শান্তি সমাবেশে উত্তরা তথা ঢাকা-১৮ আসন থেকে বিশাল একটি মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন ঢাকা-১৮ আসনের অন্যতম মনোনয়নপ্রত্যাশী ও উত্তরা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান।

টিয়া কালারের গেঞ্জি পরিহিত প্রায় ১০ হাজার লোকের এ মিছিলে এক নয়নাভিরাম দৃশ্যর অবতারণা হয়। পরে মিছিলটি যখন সমাবেশস্থলে পৌঁছায়, উপস্থিত সবাই করতালির মাধ্যমে স্বাগত জানায়।

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বিএনপির সবাবেশের জবাবে আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরীর নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তবে উত্তরা থেকে আফসার খানের মিছিলটি বেশ আলোচনার তৈরি করে।

এর আগে, রাজধানীর কাওলার মাঠে গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ভেতরে এযাবতকালে অনুষ্ঠিত জনসভাগুলোর মধ্যে কাওলার সমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছিল। প্রধানমন্ত্রীর সেই জনসভায় টিয়া কালারের গেঞ্জি পরিহিত একটি বিশাল মিছিল আয়োজকদের নজর কেড়েছে। আজকেও আফসার খানের মিছিলটি বেশ উপভোগ্য ছিল।

এক প্রস্তুতি সভায় আফসার উদ্দিন খান বলেন, প্রয়াত সাহারা আপার অনুসারী হিসেবে আমরা যারা রাজনীতি করেছি, তারা আজ বিভিন্নভাবে ঐক্যবদ্ধ আছি। আমরা শনিবারের জনসভায় আবারো ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে দেখাতে মাঠে আছি।

উল্লেখ্য, আগামী জাতীয়ও সংসদ নির্বাচন উপলক্ষে আফসার উদ্দিন খান এবার ঢাকা-১৮ আসনে মনোনয়নপ্রত্যাশী।

আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close