• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেখা নেই নেতাকর্মীদের

বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৭
নিজস্ব প্রতিবেদক

রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে বিএনপি। তবে হরতাল শুরু হলেও মাঠে নেই দলটির নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারো উপস্থিতি চোখে পড়েনি। যদিও নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র।

সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য তৎপর আছেন বাহিনীর সদস্যরা। তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় ও দপ্তরের লোকজন আছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নেতাকর্মী,আইনশৃঙ্খলা বাহিনী,কার্যালয়,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close