• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ. লীগের নারী কর্মীকে নিজেদের নেত্রী দাবি বিএনপির

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০২৩, ১০:২২
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানী ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে ঘিরে সহিংসতার শিকার হন আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে আসা সেলিনা ইয়াসমীন পপি। আরামবাগে তার ওপর হামলা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তবে তার ওপর হামলার সেই ভিডিও বিএনপি মিডিয়া সেল নামের ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়ে নিজেদের নেত্রী দাবি করে দলটি।

সেখানে বলা হয়, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে আগত নারী নেত্রীর ওপর পুলিশের বর্বরোচিত হামলা।

পোস্টটি সেলিনার নজরে আসার পর তিনি পুলিশ ও ডিবি কার্যালয়ের গিয়ে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সেলিনা গণমাধ্যমকে জানান, বিএনপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানায় আমি বিএনপির কর্মী।

সেলিনার দাবি, যারা আমার ওপর হামরা করেছে তারা আমাকে চিনে। তারা বিএনপির নেতাকর্মী। তারা জানে আমি আওয়ামী লীগের কর্মী। তাই আমরা ওপর হামলা করেছে। বিএনপির পেজ থেকে ভিডিওটি দ্রুত সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান আওয়ামী লীগ কর্মী সেলিনা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিএনপি,দাবি,নেত্রী,কর্মী,নারী,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close