• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপি-জামায়াতের

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২৩, ২৩:৩৯
নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বুধ (৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ পালন করবে বিএনপি ও জামায়াতে ইসলামী।

সোমবার (৬ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। অন্যদিকে জামায়াতে-ইসলামীও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তারাও ওই দুই দিন যুগপতভাবে অবরোধ পালন করবে।

এদিকে বুধবার ও বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে। এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ সোমবার এক বিবৃতিতে এ অবরোধের ডাক দেন।

এর আগে গত সপ্তাহে তিন দিনের অবরোধের পর চলতি সপ্তাহে রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো।

এদিকে রিজভী অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২৭৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত সারা দেশে এক সাংবাদিকসহ ১০ বিএনপি নেতাকর্মী নিহত হয়েছেন। আর গ্রেপ্তার হয়েছে ৫ হাজার ৫৫৯ জন।

অন্যদিকে জামায়াতও দাবি করেছে যে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে তাদের ৯৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে; আর গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত সারা দেশে তাদের তিন জন কর্মী নিহত এবং ১ হাজার ৭৪১ জন গ্রেপ্তার হয়েছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিএনপি-জামায়াত,ঘোষণা,অবরোধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close