• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তৃতীয় দফার অবরোধেও মাঠে সরব রাজশাহী আ.লীগ

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২৩, ১৭:৪৬
রাজশাহী প্রতিনিধি

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে অন্যান্য দিনের মতো শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (০৮ নভেম্বর) রাজশাহী মহানগর আওয়ামীলীগ সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে পুনরায় সাহেব বাজার জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরআগে বেলা ১১ টার সময় রাজশাহী কোর্ট স্টেশন মোড় থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর নেতৃত্বে রাজপাড়া থানা অঞ্চলের ব্যানারে প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কোর্ট স্টেশন মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে। বিএনপির অবরোধ কর্মসূচি মানুষ মানে না, তাদের জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি মানুষ ঘৃণা করে।

এদিকে, বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ। মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিনের সভাপতিত্বে বুধবার বেলা ১১ টার দিকে সাহবে বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহতের ঘোষান দেন বক্তারা।

উল্লেখ্য, তৃতীয় দফার অবরোধের প্রথম দিনেও রাজশাহীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোনো যানবাহন রাজশাহী থেকে ছেড়ে যায়নি। অবরোধ সমর্থনে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের অবস্থান দেখা যায়নি। তবে নগরীর বিভিন্ন মোড়ে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় ।

আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close