• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সঠিক পথে ক্ষমতায় আসতে হবে, এছাড়া সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২৩, ০০:৪৪ | আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০০:৪৭
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ মেরে, পুড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। সঠিক পথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। এ ছাড়া ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুনের ঘটনায় দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিতে সেখানে যান জাহিদ মালেক।

তিনি বলেন, ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অবরোধ-মিছিলের নামে বিএনপি-জামায়াত বিভিন্ন বাসে পেট্রল বোমা ছুড়েছে। এতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে সাতজন এসেছেন। ছয়জন এখনো ভর্তি। দু’জনের খুবই খারাপ অবস্থা। প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর রাখছেন।

‘মিছিল-মিটিংয়ের অধিকার, কথা বলার অধিকার সবারই রয়েছে। তাই বলে মানুষকে পুড়িয়ে মারার অধিকার, জানমালের ক্ষতি করার অধিকার কারো নেই। যারা এসব কার্যকলাপ করেছে, তাদের অনেককে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, অবরোধে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, শ্রমিকরা কাজে যেতে পারছেন না। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। তারা অনলাইনে ক্লাস করছে, বাবা-মায়েরাও তাদের স্কুলে পাঠাচ্ছে না। গ্রাম থেকে যেসব কাঁচামাল আসে, সেগুলো বহন করতে কষ্ট হচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকে স্বাস্থ্যসেবাও নিতে পারছে না।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করে এবং মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে। আমরা আহ্বান জানাবো, আপনারা নির্বাচনে আসুন, যদি জনগণের ভোট পান, তাহলে ক্ষমতায় আসবেন। মানুষ পুড়িয়ে, হত্যা করে বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না।

পূূর্বপশ্চিমবিডি/এসএম

স্বাস্থ্যমন্ত্রী,জাহিদ মালেক,সুযোগ,ক্ষমতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close