• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মনোনয়ন ফরম বিক্রি

দুইদিনে আ. লীগের আয় ১১ কোটি ৪৩ লাখ

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ০০:৪০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুইদিনে মোট ২ হাজার ২৮৬টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসে মনোনয়নপত্র বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, দ্বিতীয় দিনে এক হাজার ১৮০টি মনোনয়নপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্রি হয়েছে। এ ছাড়া অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন আরো ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে এক হাজার ২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ছয় কোটি ছয় লাখ টাকা।

শনিবার (১৮ নভেম্বর) প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দলের আয়ের খাতায় যোগ হয় পাঁচ কোটি ৩৭ লাখ টাকা। দু’দিনে দলের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এই দুদিনের তুলনায় আরও বেশি বা সমকক্ষ মনোনয়নপত্র আগামী দু’দিনে বিক্রি হবে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, আওয়ামী লীগই প্রথম অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এটি জনপ্রিয় হতে সময় লাগবে। গত দু’দিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এই সংখ্যাটি কম নয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মনোনয়ন ফরম,বিক্রি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close