• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে: সাকি

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ১৫:৪০
নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার আবার একতরফা নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চায়। সরকার একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু আসলে পুরো দেশকে নিয়ে খাদের দিকে এগোচ্ছে। তারা আমাদের দেশকে খাদের মধ্যে ফেলতে চায়।

সোমবার (২০ নভেম্বর) ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আন্দোলন চলছে, চলবে। সরকার ভাবছে, পুলিশ, বিজিবি, র‍্যাব দিয়ে দমন-পীড়ন করে একতরফা নির্বাচন পার করে ফেলবে। তারা আরেকটি নির্বাচন করে ক্ষমতা নবায়ন করবে। তারপর বিদেশিদের পায়ে ধরে সব ব্যবস্থা করে ফেলবে।

তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে একটি নির্বাচন করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সেদিকে সরকারের কোনো মনোযোগ নেই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সরকার,একতরফা,নির্বাচন,জোনায়েদ সাকি,গণসংহতি আন্দোলন,গণতন্ত্র মঞ্চ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close