• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত: কাদের

প্রকাশ:  ২৭ নভেম্বর ২০২৩, ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল চত্বরে শহীদ ডা.আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশে গণজোয়ার তৈরি হয়েছে ৷ বিক্ষিপ্ত বোমাবাজি করে এই নির্বাচন বন্ধ করা যাবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ নয়,অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সঙ্গী দরকার নেই। আমাদের শক্তি জনগণ। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি চোরাগুপ্তা হামলা করছে।

এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ডা. আলম খান মিলন শহীদ হন৷

শহীদ ডা. আলম খান মিলন দিবসে ডা. মিলন চত্বরে সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়৷

এরপর দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শহীদ ডা.আলম খান মিলনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সিদ্ধান্ত,স্বতন্ত্র প্রার্থী,অনুমতি,দল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close