• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০২৩, ১১:১৯
রাজশাহী প্রতিনিধি

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মনিরুল ইসলাম (৫২)। রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে তিনি মারা যান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিস্ফোরকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনিরুল। আজ সোমবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মনিরুল মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই মনিরুল মারা যান। আজ বেলা ১১টায় তাঁকে জরুরি বিভাগে আনা হয়েছিল।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন দাবি করেন, মনিরুলের স্বাভাবিক মৃত্যু হয়নি। তিনি মনিরুলের মৃত্যুর যথাযথ তদন্ত দাবি করেন।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মনিরুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তাঁর মৃত্যুর ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহী,নিহত,কারাগার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close