• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গণসংযোগ শেষে রিজভী

বাংলাদেশে নির্বাচন আয়োজনে প্রতিবেশি দেশ হস্তক্ষেপ করছে

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশি দেশ সরাসরি হস্তক্ষেপ করছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছেন আপনারা। কিন্তু আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশনের নির্বাচন দেশের জনগণসহ বিশ্ববাসী মেনে নেবে না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরোনো ১৫ নম্বর এলাকায় আনাম র্যাংগস প্লাজা শপিংমলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা হচ্ছে অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন, ইমিটেশন নির্বাচন। নির্বাচনের নামে তামাশা হচ্ছে। নির্বাচনের নামে জনগণকে ভেলকিবাজি দিচ্ছে ।

তিনি বলেন, এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। নির্বাচনের নামে ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যখ্যান করেছে।

ভোটকেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গণসংযোগ,হস্তক্ষেপ,দেশ,বাংলাদেশ,নির্বাচন,আয়োজন,প্রতিবেশি,রুহুল কবির রিজভী,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close