• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরকার জোর করে সবাইকে ভোট কেন্দ্রে আনতে চায়: গণতন্ত্র মঞ্চ

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

সরকার জোর করে সবাইকে ভোট কেন্দ্রে আনতে চায় বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তারা।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি বেগম তানিয়া রব।

সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, এদের লাল কার্ড প্রদর্শন করুন, ৭ জানুয়ারি যা হচ্ছে তা নির্বাচন নয়। যেখানে বিরোধী দল নেই, সেটা ভোট হতে পারে না। সরকার কোনো প্রার্থীকে বা কেন্দ্রে কেন্দ্রে কাকে কত ভোট দেওয়া হবে তার তলিকা তৈরি করছে। দেশে এ মুহূর্তে সরকার ও নির্বাচন কমিশনকে মানুষ লাল কার্ড দেখাচ্ছে। এরপর বিদেশিরাও লাল কার্ড দেখাবে। আমরা রাজপথে আছি। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চ মিছিল করে।

গণতন্ত্র মঞ্চ,জোনায়েদ সাকি,মিছিল,জাতীয় প্রেস ক্লাব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close