• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণবিজ্ঞপ্তি

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৪০
শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা জেলার ৬টি নির্বাচনি এলাকায় (৯৯ খুলনা-১, ১০০ খুলনা-২, ১০১ খুলনা-৩, ১০২ খুলনা-৪, ১০৩ খুলনা-৫ ও ১০৪ খুলনা-৬) ভোটগ্রহণ শুরুর পূর্ববতী ৪৮ ঘন্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি সকাল আটটা থেকে ৯ জানুয়ারি-২০২৪ তারিখ বিকাল চারটা পর্যন্ত যেকোন ধরণের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

এছাড়া নির্বাচনি এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোন ব্যক্তি মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

নির্বাচন,খুলনা,রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close