• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সংসদ ভেঙে নতুন তফসিল ঘোষণার দাবি বাম জোটের

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৪, ০১:০১
নিজস্ব প্রতিবেদক

বর্তমান সংসদ ভেঙে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, সরকার সবার অংশগ্রহণে নির্বাচনের পথে না হেঁটে, একতরফা নির্বাচনের পথে হাঁটছে, যা ২০১৪ ও ১৮ এর ধারায় নতুন ধরনের প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এই প্রহসনের নির্বাচনকে সামনে রেখে ছড়িয়ে পড়া সংঘাত-সংঘর্ষ ও দমন-পীড়ন জনমনে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনের পরে রাজনৈতিক-অর্থনৈতিক সংকট গভীর হবে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সংসদ ভেঙে ৭ জানুয়ারি একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান নেতারা। এ সময় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ।

জাতীয় নির্বাচন,বাম রাজনীতি,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close