• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

বেনাপোলে পুলিশ ও ডিবির অভিযানে নিবার্চনী ক্যাম্পের পিছনে ১০ ককটেল উদ্ধার

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২৪, ২২:০০
বেনাপোল প্রতিনিধি

যশোর ৮৫/১ শার্শা আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন এর কর্মী বৃত্তিআঁচড়ার মুক্তার আলী মেম্বারের নির্বাচনী ক্যাম্পের পিছনে থেকে তার ভাইপো জাহাঙ্গীরের বিচালি গাদা থেকে অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল উদ্ধার করছে পুলিশ।

৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ডিবি পুলিশের গোপন তথ্যের ভিক্তিতে যৌথ অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তিআঁচড়া সাকিনস্থ জাহাঙ্গীর মোল্লা (৩৮), পিতা- জব্বার মোল্লা, সাং- বৃত্তিআঁচড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর এর বসতবাড়ীর গোয়ালঘরের পাশে বিচালির গাদার মধ্যে হতে অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়। জাহাঙ্গীর বিরুদ্ধে ইতোপূর্বে ২টা মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সুত্র থেকে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন এর কর্মী মুক্তার আলী (৪৫), পিতামৃত- ইমাম মোল্লা, সাং- বৃত্তিআঁচড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর (তার বিরুদ্ধেও ইতোপূর্বে ২টা মাদক মামলা রয়েছে) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে উদ্ধারকৃত ককটেল তার ভাইপো জাহাঙ্গীর মোল্লার বিচালি গাদায় লুকিয়ে রাখে বলে জানান স্থানীয় নৌকার নেতা কর্মীরা । জাহাঙ্গীর মোল্লা পলাতক রয়েছে।

বেনাপোল,ককটেল উদ্ধার,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close