• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মাশরাফী: জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:০৯
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা জয়ের ব্যাপার আশাবাদ জানিয়ে বলেছেন, “জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে তাদের ভোট দিতে এসেছেন। শীতের সকালেও ব্যাপকসংখ্যক ভোটার কেন্দ্রে এসেছেন। দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঙ্ক্ষিত ভোট কাস্টিং হবে।”

রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শহরের আলাদতপুরস্থ নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বলেন, “বৃদ্ধ এবং নারীদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসা দেখে ভালো লাগছে।”

নির্বাচনে বিজয়ী হলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, “নির্বাচন যাক তারপর বলব।”

ভোট প্রদানের পর তিনি নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন ভোটকেন্দ্রে যান এবং উপস্থিত ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

ভোট দেওয়ার আগে সকালে মাশরাফী শহরের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। সেখানে অবস্থানরত কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের বিদেশি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে বিদেশি পর্যবেক্ষকদের তিনি জানান।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, ভোট পর্যবেক্ষণে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হুসাইন, সিনিয়র সহকারী সচিব ফয়সাল মোস্তফাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভোট,মাশরাফী বিন মোর্ত্তজা,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close