• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

কারা হচ্ছে সংসদের বিরোধী দল?

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৪, ১৭:২৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২১:০৯
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে বিরোধী দল কারা হবে সে বিষয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগের পর সবচেয়ে শক্তিশালী দলটি ছিল জাতীয় পার্টি। কিন্তু স্বতন্ত্র এমপিদের সংখ্যা জাপার চেয়ে অনেক বেশি।

জাপা নেতা জিএম কাদের রংপুর-৩ থেকে এবার নির্বাচিত হয়েছেন। তিনি এবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলেও বুধবার (১০ জানুয়ারি) জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের চেহারা কেমন হতে পারে জানতে চাইলে জিএম কাদের বলেন, “আমি ঠিক জানি না নিয়মটা কী। কিন্তু আমরা বিরোধী দলে ছিলাম এবং আবারও থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী দল এবং জনগণের ভালোর জন্যই কাজ করতে চাই।”

এদিকে, এদিন ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য শপথ নিয়েছেন। সংসদে তাদের ভূমিকা নিয়ে রয়েছে বহুমাত্রিক আলোচনা।

জাতীয় সংসদ,জিএম কাদের,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close