• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জনগণ ‘ডামি নির্বাচন’ প্রত্যাখ্যান করেছে: এবি পার্টি

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২৪, ২০:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ একটি নতুন মডেল হাজির করেছে, যার নাম ‘ডামি নির্বাচন’। হাজার হাজার কোটি টাকা খরচ করে যে ‘ডামি নির্বাচন’ আওয়ামী লীগ করেছে, জনগণ তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। রাজধানীতে এক সংক্ষিপ্ত সমাবেশে মজিবুর রহমান এসব কথা বলেন। সরকারের প্রতি অনাস্থা জানিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীতে ‘না মিছিল’ করেছে এবি পার্টি।

বিকেল চারটায় রাজধানীর বিজয় একাত্তর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিজয় নগরে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশটি হয়। সমাবেশে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন।

মিছিল ও সমাবেশে আরও অংশ নেন সহকারী সদস্যসচিব আবদুল বাসেত শাহ আবদুর রহমান, শাহাদাতুল্লাহ, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আমেনা বেগম, যুব পার্টির যুগ্ম সদস্যসচিব রাজিয়া সুলতানাসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজনীতি,নির্বাচন,এবি পার্টি,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close