• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জনগণ ভোট দেবে না বলে বিএনপির নির্বাচন বর্জন: পরশ

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৪
পূর্বপশ্চিম ডেস্ক

বিএনপিকে জনগণ ভোট দেবে না, এটা জেনেই তারা নির্বাচন বর্জন করছে বলে দাবি করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপির জন্য মানুষের শুধু ঘৃণাই রয়েছে। মানুষ তাদের বিশ্বাস করে না। তাই তারা নির্বাচনে যেতে ভয় পেয়েছে।

আজ শনিবার বনানী মডেল স্কুল মাঠে যুবলীগের উদ্যোগে দেশব্যাপী অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনের চেয়ারম্যান। এ সময় ৮০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় বলে যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেখ ফজলে শামস পরশ আরও বলেন, ‘যুবলীগ শুধু ভোটের সময় ভোট চাইতে আসে না, ভোটের পরও মানুষের কাছে ছুটে আসে। যুবলীগকে আপনারা সব সময় পাশে পাবেন।’

উপস্থিত দুস্থ মানুষের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘আমরা বুঝি, আপনাদের কিছু কষ্ট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দ্রব্যমূল্য সারা বিশ্বেই বেড়ে গেছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ এই দ্রব্যমূল্য আপনাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা। সেই উদ্দেশ্যে আপনারা দেখেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সবচেয়ে প্রথমে দ্রব্যমূল্য কমানোর অঙ্গীকার করা হয়েছে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কথায় বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাসী। কাজে বিশ্বাস করি বলেই আমাদের যুবলীগের নেতা-কর্মীরা, ছাত্রলীগ, কৃষক লীগের নেতা-কর্মীরা করোনার সময় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। মানুষের দুর্দিনে পাশে থাকে আওয়ামী লীগ।’

অনুষ্ঠানে যুবলীগের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মৃণাল কান্তি জোদ্দার, আনোয়ার হোসেন, বিশ্বাস মুতিউর রহমান, কাজী মো. মাজহারুল ইসলাম, সাইফুর রহমান, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, মশিউর রহমান, জাকির হোসেন, ইসমাইল হোসেন, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন, শামছুল আলম, বিপ্লব মুস্তাফিজ, হেমায়েত উদ্দিন মোল্লা, দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

যুবলীগ,নির্বাচন,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close