• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

জিএম কাদের: বিরোধী দল হবার ব্যাপারে এখনও চিঠি পাইনি

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২৪, ২৩:০০
পূর্বপশ্চিম ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, “বিরোধী দল হবার বিষয়ে আমরা এখনও কোনো চিঠি পাইনি। তবে ঘোষণা দেওয়া হোক না–হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে। ”

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রংপুর নগরের সেনপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে। লাগামহীনভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। মানুষের আয় কমছে। প্রতিদিন ডলারের বিপরীতে আমাদের টাকা দুর্বল হচ্ছে। সেই সঙ্গে মানুষের চাকরির সুযোগ কমে যাচ্ছে। তাতে করে দেশের মানুষের অবস্থা ভালো নয়। মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর থেকে উত্তরণ মানুষ আশা করে।”

জাপার চেয়ারম্যান বলেন, “এই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে সামনের দিকে এই সরকারের চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন প্রমুখ।

জিএম কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close