• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৩০ জানুয়ারি ‘লাল কার্ড’ দেখাবে এবি পার্টি

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২৪, ২১:১১
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ৩০ জানুয়ারি ‘লাল কার্ড’ কর্মসূচি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

আজ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান।

ব্রিফিংয়ে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, এ মুহূর্তে দেশে ‘মিডনাইট’ একাদশ সংসদের ৩৫০ সদস্য রয়েছেন। আর ‘ডামি’ দ্বাদশ সংসদের ২৯৮ জন সদস্য শপথ নিয়েছেন। এ নিয়ে বর্তমানে ৬৪৮ জন শপথবদ্ধ সংসদ সদস্য রয়েছেন। তবে ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদ শেষ হবে। একটি সংসদ বহাল থাকতে আরেকটি সংসদের সদস্যদের শপথ নেওয়া সাংবিধানিক লঙ্ঘন।

সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদের উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটি সংসদ বহাল থাকতে আরেকটি সংসদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করতে পারেন না।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার প্রমুখ।

সংসদ,নির্বাচন,এবি পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close