• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কারা মেট্রোরেলের ভাড়া বাড়ানোর ঘোষণা দিল, কিছুই জানি না: কাদের

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৪, ১৪:৪৯
নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, “সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের পর থেকেই উদ্ধার অভিযান শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও হামলার ঘটনা মূলত সক্ষমতা জানান দিতে করেছে কেএনএফ। বান্দরবানে বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে। তাদের মধ্যে শ্রেষ্ঠতা, উত্তরসূরিদের অনুপ্রেরণা ও বহির্বিশ্বে তাদের সহযোগীদেরকে সংগঠনটির সক্ষমতা জানান দিতেই রুমা-থানচিতে এমন ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান ও পুলিশের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।”

সংবাদ সম্মেলন শেষে র‍্যাবের হেফাজতে থাকা রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে গনমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেজাম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা।

মেট্রোরেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close