• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাসপাতালে বৃদ্ধা রোগীর কষ্ট দেখে কাদঁলেন নাসিরনগরের এমপি

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৪, ২২:৪৯
আকতার হোসেন, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান সুখন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করতে গিয়ে এক বৃদ্ধা অসহায় রোগীকে দেখে রোগীর বিছানায় মেঝেতে বসে পড়েন এবং আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সরকারি হিসাব সম্পর্কিত ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান সুখন এমপি।

উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সঞ্চালনায় সভায় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার্স ইনর্চাজ(ওসি)মো:সোহাগ রানা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরে আলম,মেজর(অব:) মো: ইউসুফ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হানুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মো: শাকিল আহমেদ,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন ও প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীসহ কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

সভা শেষে সৈয়দ এ.কে একরামুজ্জামান সুখন এমপি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এসময় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলতে গিয়ে এক বৃদ্ধা রোগীকে দেখে রোগীর বিছানায় বসে পড়েন এবং বৃদ্ধার কষ্ট দেখে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাকে চোখের পানি মুছতে দেখা যায়। তাঁর কান্নায় উপস্থিত অন্যান্যরাও চোখের পানি ধরে রাখতে পারিননি।এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।

ব্রাক্ষনবাড়িয়া,নাসিরনগর,এমপি,হাসপাতাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close