• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হবিগঞ্জে নৌকার জয় জয়কার

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:৩০
কামরুল হাসান, হবিগঞ্জ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে চারটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার হয়েছে। সবকটি আসনেই বিপুল ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও জেলার চারটি আসনে জয় লাভ করেছিল মহাজোটের প্রার্থীরা, তবে একটি ছিল জাপা, বাকী তিনটি আওয়ামী লীগ। এবার চারটি আওয়ামী লীগের। রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী (নৌকা) পেয়েছেন ১লক্ষ ৫৮হাজার ১৮৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের (গণফোরাম) ড.রেজা কিবরিয়া পেয়েছেন মাত্র ৮৫ হাজার ১৯৭ ভোট ভোট।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি আব্দুল মজিদ খান ( নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৭৭ হাজার ৯৩১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ( খেলাফত মজলিস) প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬০ হাজার ২৫ ভোট।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই- শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি মোঃ আবু জাহির (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ৮৭৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের (বিএনপি) প্রার্থী জি.কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট।

হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি মাহবুব আলী নৌকা) পেয়েছেন ৩ লক্ষ ৯ হাজার ৬৫৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ( খেলাফত মজলিস) প্রার্থী ড. আহমদ আব্দুল কাদে পেয়েছেন ৪৫ হাজার ১৫১ ভোট।

পিবিডি/পি.এস

হবিগঞ্জ,নৌকার জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close