• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামানত হারিয়েছেন ইমরান এইচ সরকার

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১১:৪৪
নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র কেনার সময় একজন প্রার্থীকে জামানত হিসেবে ২৫ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা রাখতে হয়। নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা তার বেশি ভোট পেলে জামানত হিসেবে রাখা ২৫ হাজার টাকা ফেরত দেয়া হয়। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে এটাই নিয়ম। আর না পারলে এ জামানত বাজেয়াপ্ত করা হয়।

তবে সেই শর্ত পূরণ করতে পারেনি কুড়িগ্রাম-৪ আসনে মোটরগাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

পিবিডি/রবিউল

মনোনয়নপত্র,কুড়িগ্রাম-৪,ইমরান এইচ সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close