• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যমজ তিন বোনের জেডিসি পরীক্ষায় অনন্য সাফল্য

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৯
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে জেডিসি পরীক্ষায় এক সঙ্গে অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে তিন যমজ বোন মোছা. হেনা আফরিন রিভা, মোছা. লেবেকা তাবাসুম লিজা ও মোছা. ফাইমা আকতার সাথী। এ খবরে এলাকায় আনন্দের বন্যা বইছে।

দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার খুদ্র ব্যবসায়ী হবিবর রহমান ও ফাতেমা বেগমের তিন যমজ কন্যা তারা। এবার শহরের বালুবাড়ী বালিকা আলিয়া মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশ নেয় এই তিন বোন। তাদের আসন ছিল দিনাজপুর সদর উপজেলার নূর জাহান কামিল মাদ্রাসা কেন্দ্রে।

সম্পর্কিত খবর

    ফল প্রকাশের পর মা ফাতেমা বেগম জানান, মোছা. হেনা আফরিন রিভা, মোছা. লেবেকা তাবাসুম লিজা ও মোছা. ফাইমা আকতার সাথী নামে তার তিন কন্যার জন্ম একইসঙ্গে এবং তারা একইসঙ্গে একই ক্লাসে লেখাপড়া করে আসছে। তারা এবার জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে এ জন্য খুব খুশি তিনি।

    এ ব্যাপারে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিদরাতুল ইসলাম বাবু বলেন, ‘তিন যমজ বোনের পাশ করার খবর পেয়ে আমি তাদের বাসায় গিয়েছিলাম। তাদের পাশ করার খবর পেয়ে এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সবাই তাদের জন্য শুকরিয়া আদায় করছেন।

    জেডিসি পরীক্ষার্থী পাস করা মোছা. হেনা আফরিন রিভা, মোছা. লেবেকা তাবাসুম লিজা ও মোছা. ফাইমা আকতার সাথী জানায় তারা পাস করায় পরিবারের লোকজনসহ এলাকার সবাই খুব খুশি হয়েছে। তারা আগামী দিনেও একসঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়।

    তিন বোনের মা-বাবা জানান, সবচেয়ে ছোট মেয়ে মোছা. ফাইমা আকতার সাথী পেয়েছে জিপিএ ৪.৩৩, মোছা. হেনা আফরিন রিভা পেয়েছেন জিপিএ-৩ ও মোছা. লেবেকা তাবাসুম লিজা পেয়েছে জিপিএ ৩.১১।

    /সাজিদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close