• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বে চাকরিতে বাড়ছে অসন্তোষ

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৯
আন্তর্জাতিক ডেস্ক

নতুন বছরের শুরুতেই এক পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে প্রতি তিনজনে দুইজন চাকরি ছেড়ে দিতে চাইছে। পাশাপাশি মাত্র ১২ শতাংশ মানুষ তাদের বর্তমান চাকরি জীবন নিয়ে সন্তুষ্ট।

পরিসংখ্যানে বলছে, প্রায় ৬৭ শতাংশ মানুষই নতুন বছরে চাকরি ছেড়ে দিতে পারেন। গোটা যুক্তরাজ্যে মোট চাকরিজীবীর সংখ্যা ৩২ মিলিয়ন। কিন্তু পরিসংখ্যান বলছে, দেশটির ২১ মিলিয়ন মানুষই নতুন বছরে চাকরি ছেড়ে দেবেন।

সম্পর্কিত খবর

    যারা চাকরি ছেড়ে দিতে চাইছেন তাদের অধিকাংশই নিজে কোনো প্রতিষ্ঠান খুলতে বা একই খাতে ভিন্ন কোনো কাজ করতে চাইছেন। এমনো অনেক আছেন যারা বর্তমান পজিশন থেকে উন্নতি চাইছেন এবং যারা নিজেদের বর্তমান চাকরির সেক্টরই পাল্টাতে চাইছেন এমন মানুষের সংখ্যাও অনেক।

    টোটালজবস নামের একটি অনলাইন সংস্থার করা পরিসংখ্যানে আরো বলা হয়, মোট চাকরিজীবীদের ৫৪ শতাংশই নিয়মে বাধা সময়ের উপর সন্তুষ্ট নন। ৬৭ শতাংশ মানুষ তাদের বসদের যোগ্য মনে করছে না এবং ৫৮ শতাংশ বলছেন যে, গত বছর তাদের কোনো নতুন প্রশিক্ষণ দেয়া হয়নি।

    অপরদিকে মাত্র ১২ শতাংশ চাকরিজীবী বলছেন যে তারা তাদের বর্তমান পেশায় সন্তুষ্ট এবং এখানেই কাজ করতে চান।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close