• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গাজীপুরে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০১৮, ১৬:১৮ | আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন দুতলা ভবনের ছাদ ধসে এক শ্রমিক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুরের ফাওগান বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সম্পর্কিত খবর

    আহতদের মধ্যে রয়েছেন দিনাজপুরের রহিম বাদশা (২৫), একই জেলার মাহিদুল (২৫) ও মিন্টু (২২) এবং জামালপুরের ইকবাল হোসেন (১৭)।

    গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আরও লাশ আছে কিনা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। খবর পেয়ে শ্রীপুর, জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত গুরুতর আহত অন্তত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয়দের ভাষ্য, রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে ভবনটি দোতলার একাংশ ধসে পড়ে এবং নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়েন।

    ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, হতাহতের সংখ্যা বাড়তে পারে। ভবনের ধ্বংস স্তূপে কতজন চাপা পড়ে আছে তা বলা যাচ্ছে না। উদ্ধার কাজ চলছে।

    শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা বলেন, আহত পাঁচ পুরুষকে গুরুতর অবস্থায় এখানে আনা হয়েছে। আবাসিক চিকিৎসক প্রণয় ভ‚ষণ দাস বলেন, আহতদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা এখানে চলছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close