• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘পাসপোর্ট পেতে হলে ধর্ম বদলান!’

প্রকাশ:  ২২ জুন ২০১৮, ০২:২০
পূর্বপশ্চিম ডেস্ক

বিয়ের ১২ বছর পর স্বামীর ধর্ম নিয়ে কোনো প্রশ্ন শুনতে হবে— এটা কল্পনাও করতে পারেননি উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা তন্বী শেঠ।

মিসেস শেঠ টুইটারে অভিযোগ করেছেন, লখনৌর পাসপোর্ট সেবা কেন্দ্রে কর্মরত এক অফিসার সবার সামনে তাকে প্রশ্ন করলেন বিয়ের পরও কেন নিজের পদবি পরিবর্তন করেননি তিনি। স্বামীকেও ডেকে বলা হয়, পাসপোর্ট নবায়ন করতে হলে তাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগ করে পাঁচ ভাগে পোস্ট করা টুইটে মিসেস শেঠ লিখেছেন, তিনি আনাস সিদ্দিকীকে ১২ বছর আগে বিয়ে করেছেন, তাদের ছয় বছর বয়সের এক সন্তানও আছে। কিন্তু ভারতের বেশির ভাগ নারীই যেমন বিয়ের পর পদবি বদল করে স্বামীর পদবি রাখেন, সেটা তিনি করেননি।

মিসেস শেঠ আরও লিখেছেন, একজন মুসলিমকে বিয়ে করেও কেন পদবি বদল করিনি, সেই প্রশ্ন তুলে আমার পাসপোর্টের নবায়ন আটকে দেন বিকাশ মিশ্র নামের ওই অফিসার। সবার সামনে আমাকে অপমান তো করা হয়ই, এমনকি আমার স্বামীকে ডেকে বলা হয়, হিন্দু ধর্ম গ্রহণ করলে তবেই পাসপোর্ট নবায়ন করা হবে।

সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে তন্বী শেঠ লিখেছেন, বিচারের প্রতি এবং আপনার প্রতি আমার গভীর আস্থা নিয়ে, একই সঙ্গে মনে প্রচণ্ড রাগ আর অনিশ্চয়তার মধ্যে এই টুইট করতে হচ্ছে আমাকে। বিকাশ মিশ্র নামের ওই পাসপোর্ট অফিসার প্রশ্ন তুলেছেন, কেন আমি একজন মুসলমানকে বিয়ে করেছি, আর কেনইবা আমি বিয়ের পর পদবি বদল করিনি। বিয়ের পর থেকে কোনো দিন এত অপমানিত হইনি। —বিবিসি বাংলা

-একে

পাসপোর্ট,ধর্ম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close