• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হঠাৎ উধাও পীর হাবিবের ফেসবুক অ্যাকাউন্ট

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৬ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫০
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পীর হাবিবুর রহমান বেশ সক্রিয়। নিজের লেখা কলাম, মতামত আর ছবি তিনি নিয়মিতই পোস্ট করে থাকেন। তার সব স্ট্যাটাসই ভক্ত-পাঠক আর শুভানুধ্যায়ীরা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন দেশবিদেশে। বাংলাদেশ প্রতিদিনের এই নির্বাহী সম্পাদকের ফেসকুক অ্যাকাউন্ট গত বুধবার ( ০৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহৃত পীর হাবিবের অ্যাকাউন্টটি দুপুর ১টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটি ডি-একটিভ দেখাচ্ছে।

পীর হাবিবুর রহমান জানান, সকালের দিকে কে বা কারা তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট খুলে চেনাজানা মানুষের কাছে সমানে ফেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। ওই ফেক একাউন্টটি নিয়ে রিপোর্টও করেন অনেকে। একপর্যায়ে ফেসবুক থেকে ওই ফেক অ্যাকাউন্টের পাশাপাশি পীর হবিবের নিজের বহুদিনের অ্যাকাউন্টটিও উধাও হয়ে যায়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধারের জন্য এরই মধ্যে পীর হাবিব আইটি বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছেন। তারা বরেন্য এই সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্টটি উদ্ধারের চেষ্টা করছেন।

এনই

পীর হাবিবুর রহমান,peer,habib
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close