• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একসময় বিখ্যাত ছিলাম, ধীরে ধীরে কুখ্যাত হয়ে গেলাম

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৯, ১২:১২
তসলিমা নাসরিন

একটা সময় আমি খুব বিখ্যাত ছিলাম। দেশে বিদেশে সর্বত্র। তারপর ধীরে ধীরে কখন যে অখ্যাত আর কুখ্যাত হয়ে গেলাম, টের পাইনি। যদিও আমার নীতি আর আদর্শের একচুলও বদল হয়নি। যে আমি, সেই আমিই আছি। সরল, সহজ, সৎ, সংবেদনশীল। তবে বিখ্যাত থাকার সময় আমি যতটুকু ভালো ছিলাম, তারচেয়ে শতগুণ ভালো আমি অখ্যাত আর কুখ্যাত যখন, তখন। দিন দিন আমার ভালোত্ব বাড়ছে, সহনশীলতা, ক্ষমাশীলতা, দয়াশীলতা বাড়ছে, আর আমি কুখ্যাত হচ্ছি। অপরিচিত, অল্প পরিচিত সকলের মধ্যে আমাকে নিয়ে অদ্ভুত অদ্ভুত সব গল্প চলে। গল্পগুলোর দুটো একটা কানে এলে আমি আকাশ থেকে পড়ি।

এখন আর অখ্যাত, বিখ্যাত, কুখ্যাত কিনা আমি, লোকে আমার জন্য উন্মাদ কিনা, আমাকে ভুলে গেলো কি না, আমার বই পড়া বন্ধ করে দিয়েছে কিনা, আমার বদনাম করে বেড়ায় কিনা, আমাকে খিস্তি করে কিনা, এসব নিয়ে ভাবতে চাই না। না পাওয়া নিয়ে ক্ষোভ নেই। এক জীবনে যা পেয়েছি, তা যথেষ্টরও বেশি। এখনও পথে ঘাটে অচেনা অজ্ঞাত মানুষেরা কাছে এসে 'ভালোবাসি' বলে, এই ছোট্ট 'পাওয়া'র কাছে আমার 'না- পাওয়ার পাহাড়' অতি ক্ষুদ্র।

(ফেসবুক স্ট্যাটাস)

লেখিকা: ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের লেখিকা

পিবিডি/এআইএস

তসলিমা নাসরিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close