• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২২, ১৬:৩৮ | আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:৪১
স্পোর্টস ডেস্ক

বর্ষসেরা একাদশ তৈরি করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো। যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

২০২১ সালে অসাধারণ পারফরম্যান্স করে পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন। বাবরকে এই দলের অধিনায়কও করা হয়েছে।

ওয়ান ডাউনে রাখা হয়েছে ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীকে। চার নম্বরে আরেক স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের ব্যাটার লিয়াম লিভিংস্টোন পরের স্থানে আছেন। আর নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছেন।

স্পিন অলরাউন্ডার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা সাতে আছেন। এরপর দলের দুই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ভারতের হার্শাল প্যাটেল ও আফগানিস্তানের রশিদ খান।

দলের দুজন পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মঈন আলী, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ফিলিপস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভারতের হার্শাল প্যাটেল, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ক্রিকইনফো,মোস্তাফিজুর রহমান,বাংলাদেশ,ক্রিকেটার,বর্ষসেরা একাদশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close