• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

আইপিএলে নতুন ভূমিকায় আশিস নেহারা

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০২২, ১৬:১১
স্পোর্টস ডেস্ক

আগামী মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন ভূমিকায় দেখা যেতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহারাকে। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি আমদাবাদের হেড কোচের দায়িত্ব নিতে পারেন তিনি। সেই সঙ্গে দলের ডিরেক্টর অব ক্রিকেট হতে পারেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার বিক্রম সোলাঙ্কি। দলের মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, নেহারার সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে আমদাবাদ দলের। দলের ক্রিকেটের সব দায়িত্ব নেহারার হাতেই থাকবে। ডিরেক্টর অব ক্রিকেটের সঙ্গে দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন সোলাঙ্কি। অন্যদিকে মেন্টর হবেন কার্স্টেন।

এখনো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর সবুজ সঙ্কেত না মেলায় সে কথা ঘোষণা করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি। একবার বোর্ড সেই অনুমতি দিলেই নেহরাদের নাম ঘোষণা হবে।

এর আগেও অবশ্য আইপিএল-এ কোচের ভূমিকায় দেখা গিয়েচে নেহারাকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলিং কোচ ছিলেন। সেই সময় সেই দলে ছিলেন কার্স্টেনও। অর্থাৎ দু’জনের এক সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেটাই কাজে লাগাতে চাইছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি।

আইপিএলে দুই মৌসুমে বোলিং কোচের ভূমিকায় থাকলেও তারপরে নেহারা সিদ্ধান্ত নেন এক মাত্র হেড কোচ করা হলে তবেই কোনো দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী মৌসুমের আগে বেশ কিছু দল তার সঙ্গে কথা বলে। অবশেষে তিনি আমদাবাদের প্রস্তাবে রাজি হয়েছেন বলে খবর।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

আশিস নেহারা,আইপিএল,ক্রিকেটার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close