• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ সেলিম মারা গেছেন

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২২, ১১:৪৬
স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচ শহীদ উদ্দীন সেলিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন রোগভোগের পর বুধবার (৫ জানুয়ারি) সকালে গোপীবাগের নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন ৬৮ বছর বয়সী সাবেক তারকা ফুটবলার।

মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে জানাযা শেষে বনানীর কবর স্থানে শায়িত হবেন প্রচারবিমুখ এই ফুটবলার।

দেশের ফুটবল ইতিহাসে জাতীয় দলের অধিনায়ক ও পরবর্তীতে কোচ হয়েছেন এমন উদাহরণ কমই আছে। শহীদ উদ্দীন সেলিম তেমনই একজন।

১৯৭৫ সালে মারদেকা কাপ দিয়ে জাতীয় দলে তার পদচারণা। এরপর ১৯৮০ সালে কুয়েতে এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

৯৮৪ সালে অবসর নিয়ে কোচ হিসেবেও সফল ছিলেন তিনি। ১৯৯১ সাফ গেমস ফুটবলে তার অধীনে খেলেছে বাংলাদেশ। এছাড়া ঘরোয়া ফুটবলে প্রিয় ক্লাব ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ছিলেন টানা দশ বছর। ১৯৯৪ সালে ব্রাদার্সের কোচও হয়েছিলেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

কোচ,অধিনায়ক,জাতীয় দল,শহীদ উদ্দীন সেলিম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close