• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পাঁচ কীর্তি

প্রকাশ:  ০৫ জানুয়ারি ২০২২, ১২:০০
স্পোর্টস ডেস্ক

এবার নিউজিল্যান্ড সফরের জন্য মুমিনুল হকরা যখন দেশ ছাড়ে, তখনো হয়তো কেউ ভাবেননি ২০২২ সালের শুরুতে কী চমক অপেক্ষা করছে, আধিপত্য বিস্তার করা ক্রিকেটে লেখা হতে যাচ্ছে স্মরণীয় বিজয়। হ্যাঁ, অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। শেষ পর্যন্ত জয় করা গেলো নিউজিল্যান্ড।

বুধবার (৫ জানুয়ারি) মাউন্ট মঙ্গানুই টেস্ট ৮ উইকেটে জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২ ম্যাচ খেলেছে সফরকারীরা। সময়-ক্ষণ আলাদা হলেও সব ম্যাচে একই পরিণতি! হতাশায় মাথা নিচু করে হারের ব্যর্থতায় মাঠ ছাড়তে হয়েছে বারবার। এবারের সফরে প্রথম টেস্ট দিয়ে সেই আক্ষেপ-হতাশা দূর করলো মুমিনুলরা।

এর মধ্য দিয়ে অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বাধীন দল এমন এক অধ্যায় রচনা করলো, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেলো। এক নজরে দেখে নিন, কী কী নজির গড়ল টাইগাররা-

১. নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটি প্রথম জয় বাংলাদেশের।

২. ১৬ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় টাইগারদের।

৩. আইসিসি র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে প্রথম জয়।

৪. চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ঝুলিতে এল ১২ পয়েন্ট।

৫. উইকেটের নিরিখে টেস্টের ইতিহাসে বাংলাদেশের সব থেকে বড় জয় এটি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জিতেছিলো টাইগাররা।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

কীর্তি,বাংলাদেশ,টেস্ট,জয়,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close