• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভারতকে হারালো দ. আফ্রিকা, এক ধাপ পিছিয়ে গেলো বাংলাদেশ

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ১২:১৫
স্পোর্টস ডেস্ক

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুতে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের প্রথম জয় এটি। কঠিন পিচে ২৪০ রানের টার্গেটটা মোটেও সহজ ছিল না দক্ষিণ আফ্রিকার জন্য। তবে অধিনায়ক ডিন এলগার ছিলেন লক্ষ্যে অবিচল। ৯৬* রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এলগার। হয়েছেন ম্যাচসেরাও।

এই জয়ের পর দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। বাংলাদেশ নেমে গেছে ছয়ে। যদিও বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন সমান। তবে শতাংশ ব্যবধানে এগিয়ে থেকেই ওপরে রয়েছে প্রোটিয়ারা। তাদের জয়ের হার ৫০ শতাংশ, বাংলাদেশের ৩৩.৩৩।

অ্যাশেজে টানা তিন টেস্ট জেতা অস্ট্রেলিয়া শতভাগ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। শতভাগ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। ৩৬ পয়েন্ট আর ৭৫ শতাংশ জয় নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। ভারতের পয়েন্ট সবচেয়ে বেশি (৫৩)। কিন্তু শতাংশ ব্যবধানে (৫৫.২১) পিছিয়ে থাকায় তারা পাকিস্তানের পর চার নম্বরে।

এদিকে বাংলাদেশের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে অ্যাশেজ সিরিজে টানা তিন টেস্ট হারা ইংলিশরা।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

বাংলাদেশ,দ. আফ্রিকা,ভারত,টেস্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close