• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন ওটিস গিবসন

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২২, ১০:২৩
স্পোর্টস ডেস্ক

টাইগার বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি নবায়ন করছেন না। আগামী ২০ জানুয়ারি বিসিবির সঙ্গে দুই বছর চুক্তি পূরণ হয়ে যাবে তার। তবে এ সময় পর্যন্ত পর্যন্ত পেস বোলিং কোচের হিসেবে থাকছেন গিবসন।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এদিকে বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব হাতে নিয়ে ফেলেছেন এ ক্যারিবীয় কোচ। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে কোচিং করাবেন তিনি।

বুধবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তায় মুলতান সুলতানস ঘোষণা দিয়েছে, আসন্ন পিএসএলে তাদের হয়ে সহকারী ও বোলিং কোচের দায়িত্ব পালন করবেন গিবসন।

২০২০ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত হয়েছিলেন গিবসন। এর আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ইংল্যান্ডে ছিলেন পেস বোলিং কোচ হিসেবে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ওটিস গিবসন,দায়িত্ব,বাংলাদেশ,বিসিবি,চুক্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close