• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপিএলের গায়েও করোনার ধাক্কা

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১৪:০০
স্পোর্টস ডেস্ক

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর ২১ জানুয়ারি মাঠে গড়ানোর কথা। কিন্তু করোনাভাইরাসের নতুন সংক্রমণ ওমিক্রনের প্রভাব দিনকে দিন বাড়ছে। তার বড় ধাক্কাটা লেগেছে শুরুর অপেক্ষায় থাকা বিপিএলের গায়েও।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটারদের করোনার পরীক্ষায় ৪-৫ জন ক্রিকেটারের শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। আজ আবারো করানো হবে ক্রিকেটারদের করেনা পরীক্ষা। তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন, কতজন আক্রান্ত হয়েছেন বিষয়গুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে হোটেলে উঠতে দেওয়া হবে না। ফলে আপাতত দলের বাইরেই থাকতে হচ্ছে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের। আর আক্রান্তদের ক্ষেত্রে টোকিও অলিম্পিকের প্রটোকল ফলো করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ধাক্কা,বিপিএল,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close