• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় জিম্বাবুয়ে

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২২, ১১:১০
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে। ৩০৩ রানের লক্ষ্য তাড়ায় শানাকার সেঞ্চুরির পরও লঙ্কানরা ২৮০ রানে থামে। রোডেশীয়দের জয় ২২ রানে। ম্যাচসেরা হন ক্রেগ আরভিন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাকুদজোয়ানাশে কাইটানো ও চাকাভার আরেকটি পঞ্চাশোর্ধ জুটিতে ভালো সূচনা পায় জিম্বাবুয়ে। আগের ম্যাচে অভিষেক হওয়া কাইটানো ভালো শুরুর পর এবারও অবশ্য ইনিংস বড় করতে পারেননি। লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসের বলে বোল্ড হন তিনি ২৬ রান করে।

তিনে নামা আরভিনকে ৮ রানে মাহিশ থিকশানার বলে একবার এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নিয়ে সে যাত্রায় রক্ষা পান ব্যাটসম্যান। কুসল মেন্ডিসের দারুণ স্টাম্পিংয়ে চাকাভা বিদায় নেন ফিফটির আগে। ৫০ বলে ৫ চার ও একটি ছক্কায় গড়া তার ৪৭ রানের ইনিংস।

এরপরই জিম্বাবুয়ে ইনিংসের সেরা ১০০ রানের জুটি পায় আরভিন ও উইলিয়ামসের সৌজন্যে। আরভিন ফিফটি পূর্ণ করেন ৫৬ বলে। ৫৬ বলে ৩ চারে ৪৮ রান করে স্টাম্পড হন উইলিয়ামস। ওয়েসলি মাধেভেরেকে টিকতে দেননি চামিকা করুনারত্নে। আরভিন ৫১ রানের আরেকটি দারুণ জুটি গড়েন রাজার সঙ্গে। তার সেঞ্চুরির সম্ভাবনা ভেস্তে দেন থিকশানা। বোল্ড হওয়া আরভিনের ৯১ রানের ইনিংসে চার ১০টি।

সেখান থেকে দলের স্কোর তিনশ পার করার কৃতিত্ব রাজার। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ৪ চার ও একটি ছক্কায় সাজানো তার ৫৬ রানের ইনিংস। ৫১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার ভ্যান্ডারসে। অভিজ্ঞ পেসার নুয়ান প্রদিপ ২ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৭৪ রান।

রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৩১ রানের মধ্যেই তারা হারায় ৩ উইকেট। দারুণ লাইন-লেংথে বোলিংয়ের পুরস্কার পান চাতারা ও মুজারাবানি। নিজের প্রথম বলেই মুজারাবানি পেতে পারতেন উইকেট। কিন্তু কুসল মেন্ডিসের ক্যাচ ফেলেন কাইটানো।

পরে দারুণ এক ডেলিভারিতে মেন্ডিসের স্টাম্প এলোমেলো করে দেন চাতারা। আগের ম্যাচে ফিফটি করা পাথুম নিসানকা কট বিহাইন্ড হন মুজারাবানির বলে। এই পেসার নিজের পরের ওভারে বিদায় করেন প্রথম ম্যাচের সেরা দিনেশ চান্দিমালকে। দুই চার ও একটি ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দেওয়া চারিথ আসালাঙ্কাকে বেশিক্ষণ টিকতে দেননি অফ স্পিনার মাধেভেরে।

এরপরই কামিন্দু মেন্ডিসকে নিয়ে প্রতিরোধ গড়েন শানাকা। মুখোমুখি হওয়া ষষ্ঠ বলে তিনি ছক্কায় ওড়ান মাধেভেরেকে। দুজনের ব্যাটে বাড়তে থাকে রান। চার মেরে মেন্ডিস ফিফটি পূর্ণ করেন ৭১ বলে। পঞ্চাশ ছুঁতে শানাকার লাগে ৫২ বল। ১২০ বলে ১১৮ রানের জুটি ভাঙে মেন্ডিসের বিদায়ে। ৮২ বলে তিনি করেন ৫৭ রান। শানাকা চালিয়ে যান লড়াই। শেষ ৬ ওভারে তাদের প্রয়োজন ছিল ৬৪ রান।

চাতারাকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে শানাকা প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন ৯৩ বলে। পরের বলেই লং অফে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। ৯৪ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১০২ রান করে ফেরেন শানাকা। শ্রীলঙ্কার আশাও প্রায় শেষ হয়ে যায় সেখানেই। চামিকার ৩৪ রানের সুবাদে পরাজয়ের ব্যবধানই কমে শুধু। তাদের ইনিংসে ডট বল ১০০ এর বেশি, যা গড়ে দেয় বড় ব্যবধান।

আগামী শুক্রবার একই মাঠে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

জিম্বাবুয়ে,শ্রীলঙ্কা,সিরিজ,জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close