• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৭
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

বুধবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। যে দলে জায়গা হয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। একাদশে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারের জায়গা হয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারকে রাখা হয়নি।

আইসিসির করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের বাঁ-হাতি পেসার তার দারুণ বোলিং বৈচিত্র্য এবং গতি পরিবর্তনের সাথে আবারও রাজত্ব করেছিলেন। শুরু এবং ডেথ ওভারে তিনি ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নিয়েছিলেন। ৭.০০ ইকোনমিতে বল করে কঠিন পরীক্ষায় দাঁড় করিয়েছিলেন ব্যাটারদের। এ বছরে ফিজের সেরা বোলিং ফিগার ১২ রানে ৪ উইকেট।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল:

জশ বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবারিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজেলউড(অস্ট্রেলিয়া) , ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহীন আফ্রিদি (পাকিস্তান)।


পূর্বপশ্চিমবিডি/এএন

ক্রিকেটার,মোস্তাফিজুর রহমান,আইসিসি,টি টোয়েন্টি  প্রস্তুতি  ম্যাচ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close