• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

টেস্ট র‍্যাঙ্কিং: শীর্ষে অস্ট্রেলিয়া, নয়ে বাংলাদেশ

প্রকাশ:  ২০ জানুয়ারি ২০২২, ১৫:৪৮
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে ভারত। অন্যদিকে অ্যাশেজ জয়ের পুরস্কার হিসেবে আবারো শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া। আর নয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে দুমড়ে-মুচড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট ড্র করতে না পারলে ব্যবধান হতো ৫-০। শেষ পর্যন্ত জো রুটদের ৪-০ ব্যবধানে হারিয়ে র‌্যাংকিংয়েও লাফ দিয়েছে অসিরা। দীর্ঘদিন পর র‌্যাংকিংয়ের শীর্ষে আসতে পারলো তারা।

জানুয়ারির নতুন র‌্যাংকিং অনুযায়ী, ১১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। অ্যাশেজজয়ী অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৯। ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে, দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দলের দখলে রয়েছে ১১৭ পয়েন্ট।

টেস্ট র‌্যাংকিংয়ে ১০১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড এবং দুই পয়েন্ট কম নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান রয়েছে ৬ নম্বরে। শ্রীলঙ্কা সাত নম্বরে, ওয়েস্ট ইন্ডিজ আটে এবং বাংলাদেশ রয়েছে ৯ নম্বরে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

দক্ষিণ আফ্রিকা,অস্ট্রেলিয়া,বাংলাদেশ,আইসিসি,টেস্ট,র‍্যাঙ্কিং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close