• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

ফুটবল কিংবদন্তি সুভাষ ভৌমিক মারা গেছেন

প্রকাশ:  ২২ জানুয়ারি ২০২২, ১৪:০৮
স্পোর্টস ডেস্ক

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। জানা গেছে, তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

শনিবার (২২ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে সুভাষ ভৌমিকের ম্যাসিভ হার্ট-অ্যাটাক হয়। তারপর আর সে ভাবে কিছুই করার ছিলো না চিকিৎসকদের।

একবালপুর নার্সিংহোমের চিকিৎসক সিদ্ধার্থ পুরকায়স্থ বলেন, সাড়ে ৩টার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুভাষ ভৌমিক। আমরা সঙ্গে সঙ্গে যাবতীয় ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এরপর থেকেই তার অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।

ভারতীয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন সুভাষ ভৌমিক। তার সময়ে ফুটবল ময়দানে একের পর এক ফুল ফুটিয়ে গিয়েছিলেন। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে খেলেছেন। ভারতের হয়ে জিতেছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক।

খেলোয়াড় হিসেবে সুভাষ ভোমিকের অধ্যায়টা যতটা রঙিন ক্যানভাসে বাধানো ছিলো, তার চেয়ে বেশি সাফল্য তিনি পেয়েছেন কোচ হিসেবে। প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে গুরু মেনে কোচ হিসেবে পথ চলা শুরু করেছিলেন। তারপর তো সবটাই ইতিহাস। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সাথে কোচিং করিয়েছেন।

তবে কোচ হিসেবে সুভাষের সেরা সাফল্য ২০০৩ সালে আশিয়ান ট্রফি। সুভাষ ভৌমিকের এই আকম্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

সুভাষ ভৌমিক,ফুটবল,কিংবদন্তি,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close