• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেলো না ইংল্যান্ড

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২২, ১১:০৪
স্পোর্টস ডেস্ক

বার্বাডোজে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড ক্রিকেট দল। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্যারিবিয়ানরা। ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জেসন হোল্ডার।

শনিবার (২২ জানুয়ারি) ব্রিজটাউন কেনসিংটন ওভালে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে ১৭ বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫২ রানের জুটি গড়েন দুই স্বাগতিক ওপেনার ব্র্যান্ডন কিং ও শাই হোপ। আদিল রশিদের বলে হোপ ২৫ বলে ২০ রান করে ফেরেন। তবে ৪৯ বলে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে অপরাজিত থাকেন কিং। তিনি ৪টি চার ও একটি ছক্কা হাঁকান। ২৯ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন নিকোলাস পুরান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে সফরকারী ব্যাটাররা। দলের টপঅর্ডারদের ব্যর্থতার পর সর্বোচ্চ ২৮ রান করেন ক্রিস জর্ডান। এছাড়া রশিদ করেন ২২ রান।

হোল্ডার ৩.৪ ওভারে এক মেডেন ও ৭ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। ২০ ওভারের ক্রিকেটে এটিই তার সেরা বোলিং। এর আগে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রোভিডেন্সে ২৬ রানে ৪ উইকেট ছিল তার আগের সেরা। এছাড়া শেলডন কোটরেল ২টি উইকেট দখল করেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ,টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close