• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

পাওয়েলের সেঞ্চুরি, সিরিজে এগিয়ে গেলো উইন্ডিজ

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০২২, ১১:৫৯
স্পোর্টস ডেস্ক

রোভম্যান পাওয়েলের সেঞ্চুরি ও নিকোলাস পুরানের ফিফটির ওপর ভর করে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ২০ রানের দারুণ জয় তুলে নিয়েছে উইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা।

বুধবার (২৬ জানুয়ারি) রাতে ব্রিজটাউনে প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২৪ রান করে। জবাবে ৯ উইকেটে ২০৪ রানে থামে ইংলিশরা।

২২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শেষ পর্যন্ত লড়াই করে ইংল্যান্ড। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় ৭৩ করে কাইরন পোলার্ডের বলে আউট হন ওপেনার টম ব্যান্টন। এছাড়া রোমারিও শেফার্ডের বলে আউট হওয়া ফিল সল্ট ২৪ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৭ করেন।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান শেফার্ড। পোলার্ড নেন দুটি উইকেট।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও তৃতীয় উইকেট জুটিতে তাণ্ডব চালান পুরান ও পাওয়েল। তারা ৬৭ বলে ১২২ রান তোলেন। আদিল রশিদের বলে বিদায় নেওয়া পুরান ৪৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭০ রান করেন। আর ৫১ বলে সেঞ্চুরি পাওয়া পাওয়েল শেষ পর্যন্ত ৫৩ বলে ১০৭ রান করে রেসে টপলির বলে আউট হন। তিনি ৪টি চার ও ১০টি ছক্কা হাঁকান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার সেঞ্চুরির দেখা পাওয়া পাওয়েলই ম্যাচ সেরা হন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

রোভম্যান পাওয়েল,সেঞ্চুরি,নিকোলাস পুরান,ফিফটি,ইংল্যান্ড,টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close