• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৬
স্পোর্টস রিপোর্টার

তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আফগানিস্তান ক্রিকেট দল ঢাকা আসবে আগামী ১২ ফেব্রুয়ারি। ঢাকায় পৌঁছে আফগান টিম ক্যাম্প পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে চলে যাবে সিলেটে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, আফগানিস্তান আমাদের অনুরোধ করেছে তারা একটা কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্পটা আমরা সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এই মুহূর্তে যে শিডিউল করা আছে তাতে আমরা আশা করছি আফগানিস্তান আগামী ১২ ফেব্রুয়ারির দিকে তারা আসবে।

আফগানদের বিপক্ষে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগের অংশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টাইগাররা ৩-০'তে সিরিজ জিতলে ২০২৩ বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যাবে তামিম ইকবালরা। তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। মিরপুরের উইকেট অনেক সময় বুমেরাং হয়ে কথা বলে প্রতিপক্ষের হয়ে। তাই সতর্ক বিসিবি ওয়ানডে সিরিজটা আয়োজন করতে চায় চট্টগ্রামে। আর টি-টোয়েন্টি ম্যাচ দুটি হওয়ার কথা ঢাকায়।

উল্লেখ্য, ২০২০ এ করোনাভাইরাসের জন্য স্থগিত হয়েছিলো বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ বছরের মে মাসে। তবে দু'বোর্ড সমঝোতায় এসে বাতিল করেছে তিন ওয়ানডের সেই সিরিজটি।

পূর্বপশ্চিম- এনই

আফগানিস্তান দল,আফগান ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close