• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আফগানদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইংল্যান্ড

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০১
স্পোর্টস রিপোর্টার
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

সেমিফাইনালে থমকে যেতে হল আফগান যুবাদের। তাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৫ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। এতে দীর্ঘ ২৪ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশরা।

এ দিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বৃষ্টির কারণে ৩ ওভার কমে ৪৭ ওভারে করা হয় ম্যাচটি।

ওপেনার থমাস (৫০), জর্জ বেল (৫৬) ও এলেক্স হরতনের (৫৩) ফিফটিতে ভর করে নির্ধারিত ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রানের বড় স্কোর দাঁড় করায় ইংল্যান্ড।

আফগানদের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন নাভিন জাদরান ও নুর আহমেদ। এ ছাড়াও খারোতে ও ইজহারুলহক নাভিন পেয়েছেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বেশ একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রান করে আফগান যুবারা। চার ব্যাটার শূন্য রানে আউট হলেও আফগান যুবারা লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। এতে লক্ষ্যমাত্রা থেকে মাত্র ১৫ রান দূরে থামে তাদের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন আল্লাহ নূর। আব্দুল হাদি ৫০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও ২০ বলে ২৫ রান করেন নূর আহমেদ।

ইংলিশদের হয়ে একাই চার উইকেট শিকার করেন রেহান আহমেদ। ম্যাচে থমাস এসপিনওয়াল পেয়েছেন দুই উইকেট। বয়ডেন ও টম প্রিস্ট নেন একটি করে উইকেট।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জর্জ বেল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,ইংল্যান্ড,আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close