• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টাইগারদের দায়িত্ব নিতে ১১ বছর পর ঢাকায় সিডন্স

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৫
স্পোর্টস রিপোর্টার
ফাইল ফুটেজ

জাতীয় দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে ফের দায়িত্ব দিতে চান বিসিবি। টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে দীর্ঘ ১১ বছর পর ঢাকায় পা রেখেছেন তিনি।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। বাংলাদেশের সবচেয়ে সফল কোচদের মধ্যে একজন তিনি।

এ দিন মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, জেমি সিডন্সকে নেওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে।

তিনি আরো বলেন, আপনারা জানেন, অ্যাশওয়েল প্রিন্স আমাদের জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। সো, দুজন আমাদের এখন ব্যাটিং কোচ আছেন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ। এখন পর্যন্ত যেটা আছে, প্রিন্স আমাদের জাতীয় দলের কোচ হিসেবে আছেন এবং জেমি সিডন্স বোর্ডের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সিডন্সকে মূলত বিসিবির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তাকে যখন যেভাবে সুযোগ পাই ব্যবহার করবো। তবে আমরা চাই সে এখন জাতীয় দল নিয়েই বেশি কাজ করুক। তার অভিজ্ঞতা আমরা ব্যবহার করতে পারলে আমাদের ক্রিকেটারদের জন্য ভালো হবে। ’

জেমি সিডন্স বিমানবন্দর থেকে হোটেলে উঠেছেন। আপাতত তিনি হোটেলেই থাকবেন। বিপিএল চলাকালীন তার কাজে যোগ দেওয়ার সুযোগ নেই। বিপিএলের পরই আফগানিস্তান সিরিজ। সেই সিরিজ দিয়েই কাজ শুরু করবেন সিডন্স।

উল্লেখ্য, জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।

সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্ট খেলে ২টি জিতেছে ও হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচে অংশ নিয়ে ৩১টিতে জয় পেলেও হেরে যায় ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টির ফরম্যাটের ৮ ম্যাচে অংশ নিয়ে সবগুলোতে হেরে যায় বাংলাদেশ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close