• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেইজিংয়ে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৮
স্পোর্টস ডেস্ক

চীনের বেইজিংয়ে ২৪তম শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেইজিং জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে পদক জয়ের এই বিশ্ব লড়াই।

এর আগে বেইজিং ২০০৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে। এবার শীতকালীন অলিম্পিক আয়োজন করে প্রথম দেশ হিসেবে দুটি অলিম্পিক আয়োজনের অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে তারা।

সম্পর্কিত খবর

    ২০১৫ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৮তম সভায় চীনকে শীতকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেয়া হয়।

    এবারের অলিম্পিকে মোট ১০৯টি ইভেন্টে ২৯০০ অ্যাথলেট অংশ নেবেন।

    এদিকে এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিং অলিম্পিকে ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মত বড় দেশগুলো কোনো কূটনীতিককে পাঠায়নি। তবে রাশিয়া, পাকিস্তান ও সৌদির মত চীনের মিত্র দেশগুলোর প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বেইজিং অলিম্পিকে অংশ নিতে চীনে গেছেন।

    শীতকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

    পূর্বপশ্চিম- এনই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close