• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাঠে নেমেই ভারতের বিশ্বরেকর্ড

প্রকাশ:  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫২ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৩
স্পোর্টস ডেস্ক
ভারতীয় ক্রিকেট দল

ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ১ হাজার ওয়ানডে ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লো ভারত। এর আগে আর কোনো দল এই ফরম্যাটে চার অঙ্ক ছুঁতে পারেনি।

রোববার (৬ ফেব্রুয়ারি) আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ওয়ানডে ক্রিকেটে ভারতের হাজারতম ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ঐতিহাসিক এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রোহিত। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করছেন কাইরন পোলার্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেটে হারিয়ে ৫১ রান করেছে ক্যারিবীয়রা।

উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে ৫০তম ওয়ানডে ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। ১৯৮০ সালের জানুয়ারিতে এ রেকর্ড গড়ে তারা। এরপর ১৯৮৪ সালে জানুয়ারিতে প্রথম ১০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। ২০০১ সালে জুনে প্রথম দল হিসেবে ৫০০তম ওয়ানডে ম্যাচ খেলেছিল পাকিস্তান।

এবার বিশ্বের প্রথম দল হিসেবে ১ হাজারের ক্লাবে ঢুকলো ভারত। আগের ৯৯৯টি ওয়ানডের মধ্যে ভারত জিতেছে ৫১৮টি ম্যাচে, হেরেছে ৪৩১টি ম্যাচ। ফল আসেনি বাকি ৫০টি ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, শাই হোপ (উইকেটরক্ষক), শামার ব্রুকস, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (অধিনায়ক), জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালেন, আলজারি জোসেফ, কেমার রোচ ও আকিল হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ইয়ুজভেন্দ্র চাহাল, প্রাসিদ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

বিশ্বরেকর্ড,ওয়েস্ট ইন্ডিজ,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close